মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

হোসেনপুরে খালের ওপর সেতু না থাকায় দুর্ভোগে চরবাসী 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুরে খালের ওপর সেতু না থাকায় দুর্ভোগে চরবাসী 

একটি খালের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নাককাটার চর ও সাহেবেরচর গ্রামের শিক্ষার্থী, পথচারী, কৃষকসহ হাজারো মানুষ। সেতু না থাকায় ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাঠের ফসল ঘরে আনতে, গরু-ছাগল নিয়ে পথচারীরা ওই খালটি সাঁতরে পার হতে হয় তাদের। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম থেকে নাককাটার চর খেয়াঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে চলাচলের রাস্তার মাঝে ওই খালটি রয়েছে। বর্তমানে এ খালটিই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চরাঞ্চলের হাজারো মানুষের জন্যে। এ খালের ওপর ছোট একটা সেতু নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী বিভিন্ন স্থানে বহুবার লিখিত আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাননি। 

সূত্রমতে, উপজেলার সাহেবেরচর গ্রামের ৫০০ একরেরও অধিক ফসলী জমির মাঠ চরআলগী, চরকাটিহারী গ্রামে। এসব জমিতে যেতে গলাকাটা বাজার কিংবা গফরগাঁও, ময়মনসিংহ বা ঢাকা যেতে হলে এই খাল পার হয়ে যেতে হয়। স্কুল, কলেজ, ফসল বাজারজাত করাসহ গুরুত্বপূর্ণ জায়গায় যেতে ওই গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন গরু-ছাগল নিয়ে সাঁতরিয়ে পাড় হতে হয় সবার।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয় কৃষক শাকিল মিয়াসহ অনেকেই জানান, শুধু ওই খালটি পারাপারে কষ্টের কারণে জমিতে কাজ করার জন্য সহজে কোনো কাজের লোক খুঁজে পাওয়া যায় না। এ সময় সাহেবেরচর গ্রামের জসিম উদ্দিন বলেন, অনেকবার কর্মকর্তা, জনপ্রতিনিধিরা খালের কারণে জনভোগান্তি দেখে গেলেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না। 

এ ব্যাপারে উপজেলার সিদলা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান কাঞ্চন জানান, বর্তমানে সাহেবের চর ও নাককাটার চর গ্রাম দুটি প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত থাকলেও ওই খালটি গ্রামবাসীদেরকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। তাই জনদুর্ভোগের কথা চিন্তা করে এই খালের ওপর জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণ করা একান্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

টিএইচ